মির্জা ফখরুল থাকলে বিএনপি থাকবে: ড. শফিকুল

মির্জা ফখরুল থাকলে বিএনপি থাকবে: ড. শফিকুল

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘মির্জা ফখরুল থাকলে বিএনপি থাকবে। যে বিএনপি ফখরুল ইসলাম আলমগীরের হাতে থাকবে সে বিএনপিকে এক খ- থেকে দ্বি-খ-িত করার সাহস অতীতেও কেউ পায়নি ভবিষ্যতেও কেউ পাবে না। সেরকম স্বচ্ছ-পরিচ্ছন্ন রাজনীতিবিদ ফখরুল ইসলাম।’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের দ্বিবার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘বাংলাদেশের সাংবাদিক জগৎ শুধু সাংবাদিকতার দায়িত্বতই পালন করছেন না। আমাদের দেশে একটি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কলমযুদ্ধা হিসেবে তারা ভূমিকা পালন করছেন। তাদের সিন্ধান্ত নিতে হবে আমরা আমাদের এ বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্র ঠিকিয়ে রাখা মানচিত্রের প্রতীক, আমাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত, আমাদের এ আমাদের আন্দোলন শেষ হবে না। আমরা তাকে মুক্ত করেই আমাদের আন্দোলন শেষ করব।’

তিনি বলেন, যখন সূর্য অস্ত যায়, রাত হয়ে যায়, রাতের অন্ধকারে হুতুমপেঁচারা মনে করে, আমরা একটা গভীর রাত পেয়েছি, কিন্তু বিশ্বাসীরা মনে করে, রাত শেষে আবার সূর্য উঠবে। আমি বলে যাচ্ছি, যে সূর্য আমাদের গণতন্ত্রের ডুবে গেছে, তা উদয়ে সময় খুব কাছাকাছি। সূর্য আবার উঠবে এবং হুতুমপেঁচারা পালাতে বাধ্য থাকবে। তাদের বাধ্য করা হবে।’

ডিইউজে একাংশের সভাপতি কাদের গণি চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক এরফানুল হক নাহিদের সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, এম এ আজিজ, আব্দুস শহীদ, আব্দুল হাই শিকদার, বাকের হোসাইন, শহিদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।