মুলাদীতে আঃ জব্বার খান ফাউন্ডেশনের ত্রান বিতরণ

মুলাদীতে আঃ জব্বার খান ফাউন্ডেশনের ত্রান বিতরণ

 করোনা ভাইরাসের কারনে যখন মানুষ অসহায় ভাবে ঘরে পরে আছে ঠিক তখনই মাবনতার হাত বাড়ীতে দিলেন মুলাদী উপজেলার আব্দুর জব্বার খান জনকল্যান মুলক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আঃ জব্বার খান, তিনি দিনমজুরদের বাড়ী বাড়ী গিয়ে চাল, ডাল, পিয়াজ ও আলু  তুলে দিলেন হাসি মুখে,

এসময় উপস্থিত ছিলেন মুলাদী সেভেন ব্যাদাস এন্টারপ্রাইজ এর পরিচালক খান সোলেমান, দেশ বাংলা ফানির্চার এর প্রোপাইটর কালাম খান, মুলাদী পৌরসভার সেনেটারী ইন্সিপেক্টর আল আমিন খান সহ প্রমুখ।

অসহায় দিন মজুর মানুষ যখন দিশেহারা ঠিক তখনী মানবতার দৃষ্টান্ত স্থাপন করল আব্দুর জব্বার খান জনকল্যান মুলক ফাউন্ডেশন