পটুয়াখালীতে মৃত্যুর খবরে দুই বাসায় লকডাউন

পটুয়াখালীতে মৃত্যুর খবরে দুই বাসায় লকডাউন

পটুয়াখালীতে  দুই ব্যক্তির মৃত্যুর খবরে ঐ এলাকায়  আতংকে থমথমে পরিবেশ তৈরি হচ্ছে। ২৯ মার্চ রবিবার  বেলা ১২টায়  পটুয়াখালী  জেলার সদর উপজেলার মাতব্বর বাড়ি ও উপজেলার সংলগ্ন তালুকদার বাড়ি লাল নিশানা দিয়ে বাড়ি ২টি লগডাউন ঘোষণা  করে খাবার পরি্েশন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসা:লতিফা জান্নাতি,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার পিআইও, সংবাদকর্মী ,থানার এসআইসহ পুলিশ সদস্য। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেস্তাফিজুর রহমান জানান গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা সংলগ্ন মাতব্বর বাড়ি ভাড়া বাসায় অসুস্থ আব্দুল রসিদ(৬০) নামের এক ব্যক্তি তার বড় মেয়ের বাসায় বেরাতে এসে মৃত্যুবরণ করেন তার  গ্রামের বাড়ি ভোলায় তিনি ২ মেয়ে ১ ছেলে রেখে যান ও সদর উপজেলার তালুকদার বাড়ির জামাই মো: মোঃ জাকির হোসেন  (৪০)তার শশুর বাড়ি বেড়াতে এসে অসুস্থ হয়ে পরলে পটুয়াখালী ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে পরে বরিশাল আইসোলেশন রেফর করলে আইসোলেশনে থাকা অবস্থায় মারা যায় সে এখনো বরিশালে রয়েছে। তাদের দুই বাসার লোকজন  যতখুন রির্পোট না আসে ততখুন বাসা থেকে বের হলে আইনের আওতায় আনা হবে।

 এ করোনা ভাইরাস বিষয়ে তার নমুনা সংগ্রহ করে আইডিসি আর এ  পাঠানো হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লতিফাজান্নাতি জানায় আমরা থবর পেয়ে দুটি বাসায় লাল ফেলাক দিয়ে সর্তক করেদিয়েছি যেন কোনব্যাক্তি ঐ বাসাগুলোতে না যায় এবং তারা ঘরথেকে বের না হয়।  আমারা তাদের প্রয়োজনিয় খাদ্যদ্রব্য দিয়ে যাবো। জাকিরের লাশ এখন পর্যন্ত আনা হয় নাই আনলে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে।