মেহেন্দিগঞ্জে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

মেহেন্দিগঞ্জে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

একটি হত্যা মামলার ৪ বছর পলাতক থাকার পর কারাগারে গেলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জামাল মোল্লা। 

আজ মঙ্গলবার আসামি জামাল মোল্লা বরিশাল জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. রফিকুল ইসলাম তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন দিলু এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত ২০১৬ সালের ৭ জুলাই মেহেন্দিগঞ্জের উলানিয়া পান বাড়িয়া এলাকায় ফারুক সরদার নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল মোল্লা। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা সহ ৩টি মামলা রয়েছে বলে তিনি জানান।