রাজশাহীতে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, বাবার মৃত্যু

রাজশাহীতে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, বাবার মৃত্যু

রাজশাহীর পবা উপজেলার ভুগরইল গ্রামে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় তার বাবা মো. আলাউদ্দিন (৬০) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহত আলাউদ্দিনের ছেলে সালাহউদ্দিন মিন্টু নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সালাহউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। একটি গুলি দরজা ভেদ করে ভেতরে ঢুকে আলাউদ্দিনের কোমরে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বেলা ৩টার দিকে অস্ত্রোপচারের সময় তিনি মারা যান।

সালাহউদ্দিন মিন্টু জানান, তাদের এলাকায় টাকার লেনদেন নিয়ে দুপক্ষের বিরোধ ছিল। এর সমাধানের জন্য মঙ্গলবার রাতে উভয়পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বৈঠক করে। মীমাংসা শেষে মিন্টু বাড়ি ফেরেন। কিন্তু মাত্র আধাঘণ্টা পরেই তার বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।

মিন্টুর অভিযোগ, ভুগরইল শিহাবের মোড় এলাকার ১০-১২ জন টোকাই ও মাদকাসক্ত ব্যক্তি এই হামলার সঙ্গে জড়িত।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, থানায় আপস-মীমাংসার পরই গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনাস্থল শাহমখদুম থানা এলাকায় হওয়ায় ওই থানার পুলিশ বিষয়টি দেখছে।

শাহমখদুম থানার ওসি মাহবুব আলম বলেন, আলাউদ্দিন অস্ত্রোপচারের সময় মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হবে।

এখনো কাউকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি জানান, তদন্তের স্বার্থে এ বিষয়ে কিছু বলা হচ্ছে না।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।