রাষ্ট্রপতির হাত থেকে গোল্ড মেডেল পেলেন বাউল সংগীত শিশু শিল্পী জহির রায়হান

পটুয়াখালীর মৌকরণ ইউনিয়নের কৃতি সন্তান শিশু শিল্পী মোঃ জহির রায়হান তৃতীয়বারের মতো জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা-২০২০-২১'র ভাব সংগীত (লালন গীতি) জাতীয় পর্যায়ে ১ম স্থানে অধিষ্ঠিত হয়েছে।
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর গান পরিবেশন করে জাতীয় পুরস্কার অর্জন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে গোল্ড মেডেল ও সার্টিফিকেট গত ২৯ জানুয়ারি ঢাকা ওসমানী স্মতি মিলনায়তনে গ্রহণ করেন এবং জহির রায়হান বাংলাদেশ শিশু একাডেমী তালিকাভুক্ত শিল্পী হিসাবে স্বীকৃতি লাভ করেছে। শিশু শিল্পী রায়হান একই প্রতিযোগীতায় ২০১৯ সালে স্বর্ণ পদক পেয়েছেন। রায়হান পটুয়াখালী জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী। জহির রায়হান পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবুল বাশারের পুত্র।
জহির রায়হানের বড় ভাই সিফাতও একজন খ্যাতিমান বাউল সংগীত শিল্পী। সিফাতও দেশ সেরা পুরস্কার লাভ করেন। শিশু শিল্পী জহির রায়হান - যার চেতনায় লালন, ধর্মে মানবতা, সুর ও সংগীত তার সাধনা। রায়হান দেশব্যাপী খ্যাতিমান বাউল শিল্পী হয়ে পটুয়াখালী বাসীর মুখ উজ্জ্বল করতে চান। তার জন্য সবাই দোয়া করবেন।
জহির রায়হান বুধবার (১ ফেব্রুয়ারী) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের অফিস কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম এর সাথে দেখা করতে গেলে, তিনি জহির রায়হানের কন্ঠে বাউল সংগীত শুনতে চাইলে রায়হান বাদ্যযন্ত্র ছাড়াই দুটি গানের কিছু অংশ গেয়ে শোনান। গান শুনে জেলা প্রশাসক মুগ্ধ হয়ে রায়হানকে কাছে নিয়ে আদর করে আর্শীবাদ করেন এবং জহির রায়হানকে নিয়ে ফটো সেশন করেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।