জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ঈদুল আজহায়। এই ছবির প্রথম গান ইউটিউবে উন্মুক্ত হয়েছে।
‘কত ভালোবাসি তোরে’শিরোনামের গানটিতে শাকিব-বুবলীর রোমান্সে মেতে উঠেছেন দর্শকেরা। গতকাল মুক্তি পাওয়া এই গানটির ইতিমধ্যেই ভিউ হয়েছে তিন লাখের বেশি। ‘কত ভালোবাসি তোরে’ শিরোনামের কণ্ঠ দিয়েছেন ইমরান ও স্বরলিপি। সুর ও সংগীত আয়োজন করেছেন সফিক তুহিন। ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি প্রযোজনা করছে দেশ মাল্টিমিডিয়া।
একই প্রযোজনার প্রতিষ্ঠানের দ্বিতীয় চলচ্চিত্র ‘আগুন’। বদিউল আলম খোকন পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জাহারা মিতু। ৩ আগস্ট থেকে শুরু হবে ছবিটির শুটিং।