শেষ হয়েছে উদীচী-বনার বসন্ত উৎসব

বর্ণিল আয়োজনে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে গীতি নাটক সোনাই-মাধব মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনের বসন্ত উৎসব। উদীচী এবং বরিশাল নাটকের আয়োজনে দর্শকদের ভীড় ছিল লক্ষ্যলীয়।
রোববার সন্ধ্যায় উদীচীর পরিবেশনায় সংগীত দিয়ে সূচনা হয় বসন্তের সমাপনী দিন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হয় বসন্ত উৎসবের আলোচনা সভা।
উদীচী সভাপতি সাইফুর রহমান মিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলার জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হোসন চৌধুরী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অ্যাড. বিশ্বনাথ দাস মুনশী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য আজমল হোসেন লাবু, উদীচী বরিশাল জেলার সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস।
আলোচনা সভায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, বসন্ত আমাদের মনকে রঙিন করে। গাছে গাছে নতুন ফুল পল্লবে ভরা প্রকৃতির সঙ্গে আমরাও নতুনভাবে রাঙিয়ে তুলি নিজেদের। সংস্কৃতি মানুষকে উদার হতে শেখায়। বাসন্তি আয়োজনে উদীচীসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বরিশালকে বসন্তে রঙিন করেছে। সারা বছর উদীচী প্রগতির পথে থেকে সংস্কৃতি চর্চা করে চলেছে। উদীচী কেবল জাতীয় ভিত্তিক সাংস্কৃক সংগঠন নয়, তারা আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন। আমাদের নতুন প্রজন্মকে সংস্কৃতির দিকে নিয়ে আসতে হবে। সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকলে এই প্রজন্ম নেতিবাচক কাজে যুক্ত হবে না। তারা মাদক ও জঙ্গীর সঙ্গে যুক্ত হবে না। আমরা আমাদের সন্তানকে যেন সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আয়োজক সংগঠন জানায়, উদীচী এবং বরিশাল নাটক গত ২৮ বছর ধরে বসন্ত উৎসবের আয়োজন করে চলেছে। এক সময় অনুষ্ঠান শেষে সকল দর্শকদের হাতে আয়োজকরা মোয়া তুলে দিতেন। লোক সমাগম বেড়ে যাওয়ায় সেই উদ্যোগ বন্ধ হয়ে যায়। ইচ্ছে থাকলেও আর সেই উদ্যোগ নেওয়া হয়নি।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বিষয়টি জেনে তাৎক্ষণিক অনুষ্ঠানে আগত সকল দর্শক-শ্রোতার জন্য মোয়ার ব্যবস্থা করেন। হারানো ঐতিহ্যকে ফিরিয়ে দেওয়ার জন্য উদীচী এবং বরিশাল নাটকের পক্ষ থেকে জেলা প্রশাসককে কৃতজ্ঞতা জানান। সংস্কৃতির পাশে নিবিড়ভাবে থেকে পৃষ্ঠপোষখতা দেওয়ার জন্য তার কাছে আহ্বানও জানানো হয়।
আলোচনার পর অুষ্ঠানে একক আবৃত্তি করেন, আজমল হোসেন লাবু, মারিফ আহম্মেদ বাপ্পি, সুজয় সেন, মো. জিয়াউর রহমান, সামসুন্নাহার নীপা। পরে বৃন্দ আবৃত্তি করেন বরিশাল নাটক পরিচালিত আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা।
একক সংগীত পরিবেশন করেন মিঠুন রায়। সংগীত পরিবেশন করেন তানসেন সংগীত বিদ্যালয় এবং সুরলহরী সংগতি বিদ্যালয়ের শিল্পীরা। সব শেষে উদীচীর শিল্পীরা পরিবেশন করে ময়মনসিংহ গীতিকা অবলম্বনে গীতি নৃত্য নাটক সোনাই মাধব।