মাদকাসক্তি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে গণমাধ্যম

মাদকাসক্তি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে গণমাধ্যম

সারা দেশে মাদকের ছোবলে যুবক ও কিশোররা বিপর্যস্ত হয়ে পড়েছে। মাদকের কারণে পরিবার ও সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। মাদকাসক্ত যুবকদের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। সঠিক চিকিৎসা দিলে মাদকাসক্তদের সুস্থ্য করে তোলা সম্ভব। মাদকাসক্তি প্রতিরোধে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সবার দায়িত্বশীল ভূমিকা নেওয়া দরকার। আর মাদকাসক্তি প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমকা পালন করতে পারে গণমাধ্যম।
বরিশালে মাদদকাসক্তি প্রতিরোধে চিকিৎসার প্রয়োজনীয়তা ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায এসব কথা বলেন বক্তারা।

শনিবার দুপুর ১২টায় নগরের সি অ্যা- বি রোডের নিউ লাইফ মাদকাসক্ত ও মানসিক রোগীর চিকিৎসা সহায়তা কেন্দ্রর হলরুমে ওই মতবিনিময় সভা 
অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ড বলেন, দি নিউ লাইফ সরকার অনুমোদিত একটি আধুনিক ও মানসম্মত মাদক ও মানুষিক চিকিৎসা কেন্দ্র। দেশের যে কোনো স্থানের তুলনায় বরিশালের এ চিকিৎসা কেন্দ্রটি ব্যবস্থাপনা আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা নির্ভর। একজন মাদকাসক্ত ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সকল ধরণের চিকিৎসা পদ্ধতি এখানে রয়েছে।

দি নিউ লাইফ মাদকাসক্তি ও মানসিক চিকিৎসা কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা জানান, এই চিকিৎসা কেন্দ্র থেকে গত নয় মাসে ৭০ যুবক মাদকাসক্তি ছেড়ে সুস্থ জীবনে ফিরে গেছে। বর্তমানে কেন্দ্রটিতে ২৩ জন ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে। অভিজ্ঞ সাইক্রিয়াটিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ এবং প্রশিক্ষিত ওয়ার্ডে স্টাফদের তত্ত্বাবধানে রোগীদের নিবিড় পরিচর্যার মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সম্ভাবনাময় তরুণ ও যুব সমাজকে মাদকের বিষাক্ত ছোবল থেকে রক্ষা করার জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এ কেন্দ্রটি প্রতিষ্ঠা করেছেন। ৩০ শয্যা বিশিষ্ট কেন্দ্রটিতে রোগীদের জন্য পৃথক বিছানা, মানসম্মত খাবার, বিনোদন, চিকিৎসা সরঞ্জাম, সার্বক্ষণিক সকল রোগীদের  প্রশিক্ষিত ষ্টাফ এবং সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং, বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দেওয়া হয়।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘মাদকাসক্তদের মাদক দ্রব্য থেকে ফেরাতে তাদের প্রতি সদয় হতে হবে। পরিবার ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ এই দায়িত্ব সবার’। যথাযথ চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ্য করে তোলা সম্ভব। সমাজের বিভিন্ন  সামাজিক অপরাধ কমিয়ে আনতে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার বিকল্প নেই। মাদকাসক্তি নির্মুলে নিউ লাইফ প্রতিষ্ঠানটি একটি যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রতিষ্ঠানটির যেকোনো ভালো কাজে গণমাধ্যমকর্মীরা সহযোগি হয়ে পাশে থাকবে। এজন্য আসক্ত ব্যক্তিদের অভিভাবক, স্বজন এবং সমাজের সচেতন ব্যক্তিদের আসক্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুন, দৈনিক পরিবর্তন ও কীর্তনখোলা পত্রিকা পত্রিকার প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, উদীচীর বরিশাল জেলা কমিটির সভাপতি ও ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরণ, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া এসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, নিউজ টুয়েন্টিফোর ও  বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রাহাত খান, ডিবিসি নিউজের ষ্টাফ রিপোর্টার অপূর্ব অপু, বাংলা নিউজ ডট কমের মুশফিকুর রহমান সৌরভ, নিউ লাইফের আবআসিক চিকিৎসক ডা. মাসুদ রেজা, সমকালের ব্যুরো অফিসের রিপোর্টার সুমন চৌধুরী, সাংবাদিক খান রফিক, একুশে টিভির বিভাগীয় প্রতিনিধি সুখেন্দু এদবার, সিনিয়র সাংবাদিক শামীম আহমেদ, যুগান্তরের ব্যুরো অফিসের রিপোর্টার সাঈদ পান্থ ও তন্ময় তপু, এশিয়ান টিভির বরিশাল প্রতিনিধি ফিরোজ মোস্তফা, সাংবাদিক মাসুদ রানা। নিউ লাইফ কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা পরিচালক ইনজামুল হক শুভ, শাহরিয়ার রিপন, শাহনেওয়াজ খান শাওন, সিনিয়র স্টাফ সুজয় দাস।

কেন্দ্রের পরিচালক প্রশাসন ইয়াসির আরাফাত জানান, কোন কোন মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে অপচিকিৎসা করা হচ্ছে। এর ফলে রোগীরা প্রকৃত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে সুস্থ হতে পারছে না। কিন্তু দি নিউ লাইফ কেন্দ্রটিতে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক আধুনিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। এখানে ওষুধ প্রয়োগের পাশাপাশি রোগীদের কাউন্সেলিং, পারিবারিক কাউন্সেলিং, সাইকোথেরাপি, শিক্ষামূলক ক্লাস সেশন এর মাধ্যমে স্বাভাবিক জীবন-যাপনে অভ্যস্ত করে তোলা হয়।
মতবিনিময় সভায় নিউ লাইফ কেন্দ্র থেকে সুস্থ হওয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নগরীর বাসিন্দা জাহিদুল আকন বলেন, ‘আমি মাদক গ্রহণের ফলে শারীরিক ও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিলাম। নিউলাইফ কেন্দ্রে চিকিৎসা নিয়ে প্রায় ৭ মাস সুস্থ রয়েছি’। আরিফুল নামের অন্য যুবক বলেন, ‘মাদকাসক্তির কারণে আমার মধ্যে বিভিন্ন ধরণের মানসিক সমস্যা দেখা দেয়। ফলে লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এখন সুস্থ হয়ে পুনরায় লেখাপড়া করছি।