সরকারী দলের ছত্রছায়ায় ধর্ষণ এবং নারী নির্যাতন মহামারী আকার ধারণ করেছে-সরোয়ার

সরকারী দলের ছত্রছায়ায় ধর্ষণ এবং নারী নির্যাতন মহামারী আকার ধারণ করেছে-সরোয়ার

 

দেশব্যাপী নারী ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান, মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, আলী হায়দার বাবুল, সৈয়দ আকবর, মহানগর যুবদল সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়েজ খানসহ অন্যান্যরা। 

সমাবেশে সরোয়ার বলেন, দেশে সরকারী দলের ছত্রছায়ায় ধর্ষণ এবং নারী নির্যাতন মহামারী আকার ধারণ করেছে। আইনের শাসন না থাকায় দেশে দিন দিন পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। নারীরা আজ কোথাও নিরাপদ নয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অত্যন্ত জরুরী। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আাŸান জানান মজিবর রহমান সরোয়ার।
এর আগে সকাল ১০টায় জেলা উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে সমাবেশে দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এদিকে বিএনপি’র সমাবেশ উপলক্ষ্যে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।