সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয় -জেলা বিএনপির ইফতারে জাতীয় প্রেসক্লাবের সম্পাদক ইলিয়াস খান

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খান বলেছেন, সমাজে যাহা কিছু ঘটে সাংবাদিকরা সেই দৃশ্য তুলে ধরে। বর্তমানে অধিকাংশ মানুষ নেতা, মন্ত্রী, এমপিরা আমাদেরকে শত্রু মনে করে থাকেন। সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়। আমরা কাউকে ক্ষমতা থেকে নামাতেও যাই না। আবার কাউকে ক্ষমতায় নিয়ে বসাতেও যাই না।
শনিবার নগরীর একটি রেস্তোঁরায় জেলা দক্ষিণ বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইলিয়াস খান।
তিনি বলেন, গণমধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সেই স্তম্ভ যদি না থাকেল তাহলে বাকি স্তম্ভগুলো নড়বরে হয়ে যায়। সাংবাদিকদের মধ্যে মতপাথ্যক্য থাকতে পারে। তারপরেও সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকা দরকার।
বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপি আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব এ্যাড. আকতার হোসেন মেবুলের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আবুল হোসেন খান, সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, সাবেক বরিশাল জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল উত্তর বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্বা দেওয়ান মো. শহিদুল্লাহ, শহীদ,আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশন সভাপতি মো. হুমাউন কবীর, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকা সম্পাদক বীর মুক্তিযোদ্বা নুরুল আলম ফরিদ, জেলা যুবদল সাধারণ সম্পাদক এ্যাড, তছলিম উদ্দিন।
এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর মিরণ, সাধারণ সম্পাদক ফেরদাউস সোহাগ, সাংবাদিক রাহাত খান।
এছাড়াও বরিশালের জাতীয় ও স্থানীয় পত্রিকার সম্পাদক মন্ডলী সদস্য বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং ইলেক্টনিক্স মিডিয়া কমী ও বিভিন্ন পত্রিকার ফটো সাংবাদিক সদস্যরা অংশ গ্রহণ করেন।