সারা দেশে ধর্ষণ-নির্যাতনের ঘটনায় উদীচীর প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারীকে নির্মম নির্যাতনের ঘটনায় হতবাক হয়েছে গোটা দেশ। এর সঙ্গে সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের ঘটনাসহ নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে উদীচী প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ আয়োজন করেছে।
শনিবার সকাল ১০টায় নগরের অশি^নী কুমার হল চত্বরে ওই প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসহ সকলের অংশগ্রহণ একান্তভাবে কামনা করছে উদীচী।
উদীচী মনে করে পাহাড়, সমতলসহ সর্বত্র ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দোষীরা অনেকটাই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। দুইএকটি ঘটনায় ধর্ষণকারীরা গ্রেপ্তার হলেও আইনের ফাঁক গলে তারা বেরিয়ে আবার নারী নির্যাতন ও ধর্ষণের সঙ্গে যুক্ত হচ্ছে। আজ সারা দেশে ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জেগে উঠেছে। তারই অংশ হিসেবে উদীচী সারা দেশে প্রতিবাদী সাংস্কৃতিক সবাবেশ করছে। বরিশাল উদীচী এসব ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
সকাল ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরের ওই সমাবেশে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করছে উদীচী। একই সঙ্গে ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্যও আহ্বান জানানো হয়েছে।
ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হতে প্রতিবাদী গণসঙ্গীত পরিবেশ করবে উদীচী। এ ছাড়াও প্রতিবাদী সমাবেশে উদীচী ছাড়াও বরিশালের সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে এর প্রতি একাত্মতা প্রকাশ করবেন। আপনিও যোগ দিন উদীচীর সাংস্কৃতিক সমাবেশে।