সাহানা আরা বেগমের মৃত্যুবার্ষিকীতে বরিশাল মহানগর আওয়ামী লীগের ৩ দিনের কর্মসূচী

পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক( মাননীয় মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি'র সহধর্মিণী ও বরিশাল সিটি মেয়র, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ'র মা, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর প্রথম মৃত্যু বার্ষিকী সোমবার ৭ জুন উপলক্ষে ৩ দিনের বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে মহানগর আওয়ামী লীগ।
শনিবার ৬ জুন খবর বিজ্ঞপ্তির মাধ্যমে বরিশাল মহানগর আওয়ামী লীগ জানায়।
সাহান আরা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার ৭ জুন সকাল ৬ টায় শহীদ সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে সামনে দলীয় ও কালো পতাকা উত্তোলন। সকাল ১০টায় বরিশাল মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ও ৩০ টি ওয়ার্ড কতৃক বরিশাল মুসলিম গোরস্থানে মরহুমার কবরে পুষ্প অর্পন ও কবর জিয়ারত। ৭ জুন থেকে ৯ জুন ৩ দিন কালো ব্যাচ ধারণ।
প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত দলীয় কার্যালয়ে ফজর থেকে আসর পর্যন্ত কোরআন খতম।
৭ জুন থেকে ৯ জুন ৩০ টি ওয়ার্ডে দিনব্যাপী কোরআন খতম এবং সকল ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা।
৯ জুন জোহর বাদ দলীয় কার্যালয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।