সিরাজগঞ্জের ফুলজোড় নদীতে ডুবে নিখোঁজ তিন বন্ধুর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া তিন বন্ধুর মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের ওই নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এর আগে, শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫), সিরাজগঞ্জ শহরের বিশ্বনাথ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫) ও ইমরুল হাসানের ছেলে সারজিল ইসলাম (১৬)। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল জানান, শনিবার উদ্ধার অভিযান চালিয়ে রাফির মরদেহ উদ্ধার করা হয়। তবে নদীর গভীরতার কারণে বাকি দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এনে রবিবার সকালে পুনরায় অভিযান চালানো হয় এবং দুই ঘণ্টার প্রচেষ্টায় ২০ মিনিটের ব্যবধানে বাকি দুজনের লাশ উদ্ধার করা হয়।
রাজশাহী ডুবুরি দলের টিম লিডার আব্দুর রাজ্জাক জানান, নিখোঁজদের সন্ধানে টানা দুই ঘণ্টা অনুসন্ধানের পর মাত্র ২০ মিনিটের ব্যবধানে কৃষ্ণ ও সারজিলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।