সিরাজগঞ্জে চলছে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন

'ভেঙেছ দুয়ার, এসেছে জ্যোতির্ময়, তোমারি হউক জয়' প্রতিপাদ্যে সিরাজগঞ্জে চলছে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের ৩ দিনের জাতীয় সম্মেলন।
অনুষ্ঠানে রয়েছ সেমিনার, আলোচনা, গুণিজন সংবর্ধনা, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানসহ নানা কর্মসুচি। আয়োজন ঘিরে রবীন্দ্র সংগীত শিল্পী, সাহিত্যিক ও শ্রোতাদের অংশগ্রহণে মুখর সিরাজগঞ্জ শহর। ৬৪ জেলার ৮৪টি ইউনিটের প্রায় দেড় হাজার শিল্পী এ আয়োজনে অংশ নিচ্ছেন।
সম্মেলেন ঘিরে পুরো শহর তোরণ ও নানা রঙ্গের ফেস্টুনে সাজানো হয়েছে। অনুষ্ঠান সফল করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান, সিরাজগঞ্জ রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সভাপতি ড. জান্নাত আরা হেনরী। এ আয়োজন সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সিরাজগঞ্জ রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আহবায়ক টিএম সোহেল।
নতুন প্রজন্মের মাঝে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনাকে ছড়িয়ে দিতে এটি গুরুত্বপূর্ণ আয়োজন বলে জানান সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী