সুলতান সুলেমান মসজিদে রুশ গোলাবর্ষণ

সুলতান সুলেমান মসজিদে রুশ গোলাবর্ষণ

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে ‘সুলতান সুলেমান দ্য মেগনিফিশেন্ট’ মসজিদে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এতে ওই মসজিদে আশ্রয় নেওয়া ৮০ জনের বেঁচে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

মসজিদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে তুর্কি নাগরিকরাও রয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর: বিবিসি’র।

আবাসিক এলাকা ও হাসপাতালে রুশ বাহিনীর গোলাবর্ষণের অভিযোগের মধ্যেই মসজিদে হামলার খবর আসলো।

রাশিয়া মারিউপোল থেকে লোকজনকে সরে যেতে দিচ্ছে না বলে বলে অভিযোগ করে আসছে ইউক্রেন। এতে সেখানে হাজার হাজার মানুষ আটকা পড়েছে।

এক টুইটে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার ‘আগ্রাসী বাহিনী’ মারিউপোলে সুলতান সুলেমান দ্য মেগনিফিশেন্ট মসজিদে গোলাবর্ষণ করেছে।

এতে বলা হয়, ‘গোলাবর্ষণ থেকে বাঁচতে সেখানে বয়োবৃদ্ধ ও শিশুসহ ৮০ জন আশ্রয় নিয়েছেন, যাদের মধ্যে তুর্কি নাগরিকরাও রয়েছেন।’

হামলা কতজন মারা হতাহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

রাশিয়া বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।