স্কুলের বিদ্যুৎ সংযোগ নিয়ে আ.লীগ নেতার পুকুর সেচ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগে শিক্ষার্থীদের ঝুঁকির মুখে ফেলেছেন। অভিযোগ, তিনি ইউনিয়ন আওয়ামী যুবলীগের স্থানীয় নেতা সেলিম রেজার পুকুরে সেচ দেওয়ার জন্য বিদ্যালয়ের ক্লাসরুম থেকে লুজ তার দিয়ে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ নিয়েছেন।
বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের পাশে আনুমানিক ১০-১২ বিঘা জায়গাজুড়ে একটি পুকুর রয়েছে, যেখানে মাছ চাষ করেন সেলিম রেজা। ওই পুকুরে পানি সেচ দিতে ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে, যার ফলে ক্লাসরুমের মধ্যে বিদ্যুতের তার বের হয়ে রয়েছে, যা শিক্ষার্থীদের জন্য মারাত্মক বিপদজনক।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। ক্ষেতলাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে বিদ্যালয়ের দুজন শিক্ষিকা, নাজমা বেগম ও রুজিনা পারভীন বলেন, তারা প্রথমে বিষয়টি জানতেন না। পরে জানতে পারেন বিদ্যুৎ সংযোগটি পুকুরে নেওয়া হয়েছে।
পুকুরের মালিক সেলিম রেজা দাবি করেন, তিনি সাময়িক কিছু দিনের জন্য ওই সংযোগ নিয়েছেন এবং বিল পরিশোধের প্রস্তাব দিয়েছিলেন।
যদিও প্রধান শিক্ষক রেজা আল আমিন পল্লী বিদ্যুতের অনুমতি নিয়ে সংযোগ দেওয়ার দাবি করেছেন, তবে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে এবং নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবু উমাম মাহবুবুল হক বলেন, এ ধরনের বেআইনি সংযোগের কোনও আইন নেই এবং তা অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।