স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে আন্দোলনরত শিক্ষকরা তাদের দাবি মেনে নিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। দাবি পূরণ না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় চলমান অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন আল্টিমেটাম ঘোষণা করে বলেন, “অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড প্রয়োগের ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ১০ ঘণ্টার মধ্যে আসতে হবে। তা না হলে প্রথমে শাহবাগ থানা এবং পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে।”
আন্দোলন কমিটির হুঁশিয়ারি:
আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল হান্নান হোসেন বলেন, “গতকাল সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। তারা জানিয়েছে, আজকের মধ্যেই এ বিষয়ে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসবে। যদি তা না হয়, তাহলে আমরা আরও বড় আন্দোলনের ডাক দেব।”
শিক্ষকরা আরও অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও তাদের দাবিগুলো উপেক্ষিত থেকে যাচ্ছে।
আন্দোলনকারীরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন, যার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও উল্লেখযোগ্য।