হাজারীবাগ ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ড

রাজধানী ঢাকার হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সময়: শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টা
স্থান: সাত তলা ভবনের ৫ম তলা
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন:
আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
ভবনের ভেতরে কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি।
যেহেতু এটি লেদার গোডাউন, ধারণা করা হচ্ছে সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে।
তবে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের দল দ্রুত কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই বিস্তারিত তথ্য জানানো হবে।