১৫৪ রানেই অলআউট দ. আফ্রিকা

সেঞ্চুরিয়নে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১৫৪ রানেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নামা প্রোটিয়ারা ১৩ ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায়। ডানহাতি পেসার তাসকিন আহমেদ শিকার করেছেন ৫ উইকেট।
এ মাঠে সিরিজের প্রথম ওয়ানডে বাংলাদেশ জিতেছিল ৩৮ রানে। পরে জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। তাতে তিন ম্যাচ সিরিজে ফিরে ১-১ সমতা। চলমান ম্যাচটা তাই সিরিজ নির্ধারণী।