২৮ জুন বরিশাল জেলায় আক্রান্ত ৩৭ জন
আজ রোববার ২৮ জুন বরিশাল জেলায় নতুন করে ৩৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ৩৭ জন সহ জেলায় ১৪৫৯ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ ২৮ জুন এ জেলায় করোনা আক্রান্ত ৬ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। বরিশাল জেলায় মোট ২৭৩ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
আজ ২৮ জুন এ জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ২ জন ব্যক্তির তথ্য পাওয়া গেছে। বরিশাল জেলায় ২২ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
রোববার (২৮ জুন) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়িা সেল এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আজ সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিউট থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ১ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারসহ মেহেন্দীগঞ্জ উপজেলার ২ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী হিজলা উপজেলার ৩ জন, মুলাদী উপজেলার ৪ জন, উজিরপুর উপজেলার ২ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত কাউনিয়া, কলেজ রোড, নিউ সার্কুলার রোড, ১৭ নং ওয়ার্ড, রুপাতলি প্রত্যেক এলাকার ১ জন করে ০৫ জন, ব্যাংকে কর্মরত ৩ জন, হিসাবরক্ষণ অফিসে কর্মরত ৩ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৬ জন সদস্য, জেলা পুলিশের ১ জন সদস্য, আরআরএফে এ কর্মরত ১ জন, র্যাব-৮ এ কর্মরত ২ জন , সদর জেনারেল হাসপাতালের ১ জন নার্স, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন নার্স, ১ জন চিকিৎসক, ২ জন স্টাফসহ মোট ৩৫ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
গত ১২ এপ্রিল থেকে বাবুগঞ্জ উপজেলায় ৬৪ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১১১৮ জন, উজিরপুর উপজেলায় ৬৪ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৪১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ২৮ জন, হিজলা উপজেলায় ১৭ জন, বানারীপাড়া উপজেলায় ৩৩ জন, মুলাদী উপজেলায় ৩৫ জন, গৌরনদী উপজেলায় ৪৪ জন, আগৈলঝাড়া উপজেলায় ১৫ জন করে মোট ১৪৫৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩৭ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে ।