৩ সেপ্টেম্বর বাফুফে নির্বাচনের তফসিল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। এর ঠিক এক মাস আগে ঘোষণা হবে নির্বাচনের তফসিল।
বুধবার বাফুফের নির্বাচন কমিশন বৈঠকে বসেছিল। সভাশেষে প্রধান নির্বাচন কমিশনার মেসবাহ উদ্দিন জানান, ‘আমাদের প্রাথমিক সিদ্ধান্ত হচ্ছে ৩ সেপ্টেম্বর আমরা ফের বসব এবং বাফুফে নির্বাচনের তফসিল প্রকাশ করব।’
নির্বাচনের অন্তত ১৫ দিন আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
এর আগে গত ১১ আগস্ট বাফুফের নির্বাহী কমিটির সভায় নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ হয়। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বাফুফের সিদ্ধান্তের অনুমোদনও দিয়েছে।
কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে ৩০ এপ্রিল। গত ২০ এপ্রিল বাফুফে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত করা হয়। নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিকেই দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুমতি দেয় ফিফা।