৪ ইকমার্সের ইক্যাব সদস্যপদ স্থগিত

ইভ্যালিসহ চারটি ইকমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব)। এগুলো হল- ইভ্যালি, ধামাকাশপিং, সিরাজগঞ্জশপ ও গ্লিটার্স আর এসটি ওয়ার্ল্ড।
বুধবার ই-ক্যাব থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ই-ক্যাবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক উল্লেখিত চারটি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করা হলো।
ইক্যাবের পরিচালক আসিফ আহনাফ জানান, ইভ্যালি, ধামাকাশপিং, সিরাজগঞ্জশপ ও গ্লিটার্স আর এসটি ওয়ার্ল্ডের সদস্যপদ স্থগিত করা হয়েছে।