৫ আগস্ট বিপ্লবের চেতনাকে টিকিয়ে রাখতে ঐক্যের আহ্বান ড. রেজাউল করিমের

ঢাকা মহানগরী উত্তরের জামায়াতে ইসলামী নেতা ড. মুহাম্মদ রেজাউল করিম দেশ ও জাতির স্বার্থবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তির পতন ঘটলেও রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে তাদের দোসররা এখনও সক্রিয়। এই চেতনাকে স্থায়ী করতে এবং দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর পান্থপথের একটি মিলনায়তনে শেরেবাংলা নগর দক্ষিণ থানা জামায়াত আয়োজিত এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. রেজাউল করিম বলেন, "বিগত ১৬ বছর ধরে আওয়ামী-বাকশালী অপশাসন দেশের জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল। বিরোধী দলগুলোর ওপর চালানো হয়েছে নির্মম দমন-পীড়ন। তবে ৫ আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের প্রাথমিক বিজয় হয়েছে। তবে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে।"
তিনি আরও বলেন, "আল্লাহ আমাদেরকে অন্যায় শক্তির বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দিয়েছেন এবং দ্বীনের হক প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। যারা আগে জালেম ছিল তারা এখন লাঞ্ছিত। তাই ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমীর আবু সাঈদ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার, এবং মৌলভীবাজার জেলা কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম।
অন্যান্য উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন থানা কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হোসাইন, আবু জাওয়াদ এবং মাওলানা রুহুল আমিন।