৮৮ ভরি স্বর্ণসহ আটক

নগরের কোতোয়ালী থানাধীন রেল স্টেশন এলাকা থেকে স্বর্ণ পাচারকালে জোসেফ উদ্দিন রুমন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে আটটি স্বর্ণের বার, দুইটি লকেট, দুই জোড়া কানের দুল ও একটি আংটি উদ্ধার করা হয়েছে।
জোসেফ উদ্দিন রুমন রাঙ্গুনিয়ার পদুয়া দক্ষিণ পাড়া এলাকার মো. জহির আহমদের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, জোসেফ স্বর্ণগুলো নিয়ে ঢাকা যাচ্ছিল। রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে আটটি স্বর্ণের বার, দুইটি লকেট, দুই জোড়া কানের দুল ও একটি আংটি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার জোসেফের সঙ্গে আর কারা জড়িত তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
ভোরের আলো/ভিঅ/১১/২০২০