‘নাটাই’ হাতে মেয়র সাদিক
নীল আকাশ স্নিগ্ধ বাতাসের ছোঁয়া পেলে কার না মন জুরায়। তার মধ্যে পৃথিবী এখন থমকে দাড়িয়েছে করোনা নামক শত্রুর হাত থেকে রেহাই পেতে। তাই সকল মানুষ এখন ঘরমুখী। বিকেল হলেই বরিশাল নগরীর আকাশ রঙিন ঘুড়িতে ছেয়ে যায়। যার যার বাড়ির ছাদে বিকেলের আকাশে ঘুড়ি উরিয়ে দু:সময় পার করছে। তার ব্যতিক্রম নয় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তাকেও দেখা যায় নাটাই হাতে দাড়িয়ে আছে নিজ বাসভবনের ছাদে।
আজ সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর ফেজবুক পেজ থেকে ৩ টি ছবি প্রকাশ করেছেন, ছবিতে দেখা যায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নিজ বাড়ির ছাদে দাড়িয়ে নাটাই হাতে আকাশে ঘুড়ি দিকে তাকিয়ে আছেন। ছবি দেখে আপনিও বুঝবেন তিনি ঘুড়ি উরাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি গুলো খুব সাড়া পরে।
করোনা ভাইরাস এর উপদ্রব শুরু হওয়ায় মানুষ ঘরে থাকছে সময় কাটাতে বিভিন্ন ভাবে নিজের সময় পার করছে।দেখা যায় প্রতিদিনই দুপুর বিকেলে নগরীর ফাঁকা পথে বা বাড়ির ছাদে আকাশ পানে ঘুড়ি উরাচ্ছে।