অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি রাজনীতিতে প্রবেশ করিনি

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, আমি আমার বাবার ন্যায় সৎ ভাবে জীবন যাপন করে আসছি তার মতনই আমিও এই অবহেলিত উন্নয়ন বঞ্চিত বরিশাল নগরবাসীর জন্য কিছু করে যেতে চাই। ক্ষমতার লোভ আমার থাকলে আমার অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি রাজনীতিতে প্রবেশ করিনি এবং আমি কখনোই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই এই পরিচয়ে কোথায় কখনো কোনো প্রভাব কিংবা নিজেকে ক্ষমতাধরদের মতন উপস্থাপন করিনি।
বরিশাল বিশ্ববিদ্যালয় নির্বাচন প্রচারণা কমিটির আয়োজনে শুক্রবার বিকেল ৪ টায় নগরীর আমতলার মোড় লায়লা কনভেনশন হলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন আমাকে বরিশাল নগর বাসীর প্রয়োজনে বরিশাল সিটির উন্নয়নের জন্য মহৎ উদ্দেশ্য নিয়ে দলীয় মনোনীত প্রার্থী করে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে বরিশাল নগরবাসিদের সাথে নিয়ে সারা দেশে চলমান বর্তমান সরকারের উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তারই ধারাবাহিকতায় বরিশাল সিটিকে একটি আধুনিক সমৃদ্ধশালী স্মার্ট নতুন বরিশাল গড়বো ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা সমর্থন এ নগরের উন্নয়নের জন্য নৌকা মার্কায় ভোট দিবেন আমি আপনাদের সাথে কোন মিথ্যার আশ্রয় নেবো না আমি নির্বাচিত হলে রাষ্ট্রীয় সেবা মূলক প্রতিষ্ঠান বরিশাল সিটি কর্পোরেশন সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
২৪ ঘন্টা নাগরীক সেবা প্রদানে দৃষ্টান্ত হিসেবে বরিশাল কে নিয়ে মানুষ গর্ব করবে শুধু আপনাদের দোয়া এবং নৌকা মার্কার সমর্থনই এসব সম্ভব হবে বলে উপস্থিত সকলকে তার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে দেশের জন্য জনগণের পাশে থাকার আহবান জানিয়ে আগামী ১২ জুন নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ করে তার বক্তব্য শেষ করেন।অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য এ্যাডঃবলোরাম পোদ্দার, আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক- সাজ্জাদ সাকীব বাদশা,বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সদস্য জহিরুল ইসলাম শাহিন,ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ মিলি,নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনার উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল কাউয়ুম,বরিশাল জীব বিজ্ঞান ও প্রকৌশলের মোঃ শফিউল আলম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া,অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার বাহাদুর,দিদারুল হোসেন, সহকারী রেজিস্ট্রার তামান্না শারমিন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি তিলোত্তমা সিকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৭-২০ গ্রেডের কর্মচারী কল্যান পরিষদের সাবেক সভাপতি হাসানুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দরা।