অবশেষে বরিশালের ঘটনায় সমঝোতা

বরিশালের বিবদমান সমস্যা সমাধানে গতকাল রোববার রাতে বিভাগীয় কমিশনারের বাসভবনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সিটি মেয়রসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভুল বুঝাবুঝির অবসান এবং পুলিশ ও ইউএনওর দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর। গতকাল রাত সাড়ে ৯ টা থেকে রাত ১১ টা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপি এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, র্যাব সিইও মো. জামিল হোসেন, জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার, পুলিশ সুপার মারুফ হোসেন, মহানগর আওয়ামী লীগে সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুসহ মোট ১১ জন বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে অংশগ্রহনকারী ২ জনের পরিচয় পাওয়া যায়নি।
একেম জাহাঙ্গীর জানান, বরিশালে চলমান সমস্যা সমাধানে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশে বিভাগীয় কমিশনার এর আহবানে রাতে তার সরকারি বাস ভবনে এক চা চক্রের আমন্ত্রণ ছিল মেয়রসহ স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দের। সেখানে যাওয়ার পর নৈশভোজের আপ্যায়িত করা হয়। এসময়ে সেখানে চলমান সমস্যার বিষয়ে ভুল বুঝাবুঝির অবসান হয় এবং পুলিশ ও ইউএনওর করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে ইউএনওসহ অন্যানদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত হয়। এই সমঝোতা ও সিদ্ধান্তে উভয়পক্ষ সন্তুষ্ট এবং এতে প্রধানমন্ত্রীও খুশী হবেন বলে জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এ বিষয়ে জানতে জেলা প্রশাসকের মুঠোফোনে ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি।