‘চালালে গাড়ি সাবধানে,বাঁচবে সবাই প্রাণে’ এই শ্লোগানে বরিশালে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএর আয়োজনে নগরের সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে র্যালি বের করা হয়। পরে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সভা কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. নূরুজ্জামানের সভাপতিত্বে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল সিটি করপোরেশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. খায়রুল আলম বিআরটিএর উপ-পরিচালক (ইঞ্জি:) মো. মহসিন হাসেনসহ বিভিন্ন যানবাহনের মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় ট্রাফিক আইন মেনে যানবাহন চালনা, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বনসহ নানান সচেতনতামূলক বিষয়ে আলোচনা করা হয়।