মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে ধর্ষণ এবং পরে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করার ঘটনায় সারা দেশের মতো বরিশালও বিক্ষুব্ধ হয়েছে। বিভিন্ন সংগঠন মানববন্ধন এবং প্রতিবাদী কর্মসূচি পালন করেছে। এসব মানববন্ধন ও কর্মসূচি থেকে নুসরাত হত্যার সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরের অশি^নী কুমার হল চত্বরে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে নুসরাত হত্যার ন্যায় বিচার এবং হতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সচেতন নাগরিক কমিটি বরিশাল। টিআইবির উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটির ওই কর্মসূচিতে বরিশালের বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন অংশ নেয়।
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির নির্মম হত্যাকান্ডের ন্যায়বিচার ও দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি বরিশালের সভাপতি অধ্যাপক শাহ শাজেদা। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির জেন্ডার বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক টুনু রাণী কর্মকার।
মানবন্ধনে নুসরাতসহ অন্যান্য নারীর প্রতি সহিংসতা ও হত্যাকা-সহ এ ধরণের ঘটনার পরিপ্রেক্ষিতে টিাইবি ও সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করা হয়। সুপারিশসমূহ হচ্ছে- দ্রুত বিচার আদালতে নুসরাত হত্যাকা-ের ন্যায়বিচার নিশ্চিত করা; নুসরাত হত্যাকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেকের যথাযথ আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; বাংলাদেশে নারী ও শিশুর প্রতি সব ধরণের সহিংসতা প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ; এবং এসব অপরাধের সঙ্গে জড়িতদের ন্যয়বিচারের আওতায় আনার পাশাপাশি অপরাধের শিকার পরিবারকে সকল প্রকার সহায়তা প্রদান করা; নির্যাতনের শিকার নারী ও কন্যাশিশুদের ন্যায়বিচার প্রদান; সকল পর্যায়ে নারীর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান আইনসমূহের কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের নিরপেক্ষতা, পেশাগত উৎকর্ষ ও কার্যকরতা নিশ্চিত করা; শিক্ষাপ্রতিষ্ঠান কর্মক্ষেত্রসহ সকল পরিবেশ ও পরিস্থিতিতে নারীর নিরাপত্তা বিধান, আর্থ-সামাজিক কর্মকান্ডে নারীর পূর্ণ ও সম-অংশগ্রহণ নিশ্চিত করা; এবং রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত কার্যক্রমসমূহ বাস্তবায়ন করা।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি মো. আবদুল মালেক হাওলাদার, বাংলাদেশ মহিলা পরিষদ এর সাধারণ সম্পাদক পুস্প চক্রবর্তী, আইসিডি এর প্রধান উপদেষ্টা অনোয়ার জাহিদ, স্কোপ এর নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন শিপলু, ঢাকা আহছানিয়া মিশন এর প্রকল্প সমন্বয়কারি মো. নাছির উদ্দিন, ব্লাস্ট এর কো-অর্ডিনেটর অ্যাড. সাহিদা আক্তার, আভাস এর কো-অর্ডিনেটর রাফিয়া আক্তার, ইয়েস সদস্য ইনজামুল সাফিন প্রমূখ।