অমিত শাহ বিএসএফকে রাজনীতিতে অনুপ্রবেশ করাতে এসেছেন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা করেছেন।
পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়িতে এক সমাবেশে অমিত শাহ বলেন, মহামারীর প্রকোপ কেটে গেলে নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ) কার্যকর করা হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ‘২০২৪ সালে বিজেপি আবার ক্ষমতায় আসবে না।’
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরের সমালোচনা করে তিনি বলেন, ‘অমিত শাহ বিএসএফকে রাজনীতিতে অনুপ্রবেশ করাতে এসেছেন।’
তৃণমূল কংগ্রেস নেত্রী বিএসএফকে বিজেপির রাজনৈতিক আকাক্সক্ষার ফাঁদে না পড়ার জন্যও আহ্বান জানান।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।