বরিশালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

বরিশালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

ভোজ্যতেল, চাল-ডাল, সিলিন্ডার ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গনসংহতি আন্দোলন বরিশাল জেলা। 

বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বর থেকে মিছিল বের হয়ে সদর রোড, ফজলুল হক এ্যাভিনিউ হয়ে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, জেলা ছাত্র ফেডারেশন সহসভাপতি হাসিব আহম্মেদ, সদস্য জামান কবির, সদস্য নুরজাহান বেগম প্রমুখ। 

নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন দাম টেনে ধরতে নিয়মিত বাজার মনিটরিং জোড়দার করা দাবি জানিয়েছেন বক্তারা।