আওয়ামীলীগে ফিরে এলেন বাবুগঞ্জের বিএনপি নেতা হিমু

দীর্ঘ বিরতির পরে পুনরায় আওয়ামীলীগে ফিরে এলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জাহাঙ্গীরনগর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মোঃ কামরুল আহসান হিমু। তবে একা নয় সহ¯্রাধীক সমর্থক নিয়ে। উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় সর্বোচ্চ নেতা কর্মীদের উপস্থিতিতে তিনি পুনরায় আওয়ামীলীগে ফিরে এসেছেন।
বৃহস্পতিবার ১৩ জানুয়ারী বিকেলে বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস’র হাতে ফুলের তোড়া দিয়ে তিনি নতুন করে আওয়ামীলীগে প্রত্যাবর্তন করেন।
চেয়ারম্যান হিমু ছাত্র জীবন থেকে আওয়ামীলীগ পরিবারের সদস্য ছিলেন। পরবর্তিতে তিনি আগরপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করেছিলেন এবং ২০০৮সাল পর্যন্ত তিনি আওয়ামীলীগে পরিবারের সদস্য হিসেবে কাজ করেছেন বলে এক প্রশ্নের জবাবে জানান। হিমু বলেন, আজকের অনুষ্ঠান যোগদানের নয় বরং দলে প্রত্যাবর্তনের অনুষ্ঠান। ২০০৮সালে তিনি বিএনপিতে যোগদান করেছিলেন।
দীর্ঘ ১৩বছর পরে আবার দলে(আওয়ামীলীগে) ফিরে এসেছেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃধা মু. আক্তার উজ-জামান মিলনের সঞ্চালনায় এবং সভাপতি সরদার মোঃ খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এস এম শাহিনুল ইসলাম সিকদার, আব্দুল মান্নান হাওলাদার, আঃ মতিন রাঢ়ী, অধ্যক্ষ দোলোয়ার হোসেন, নজরুল ইসলাম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার কামাল হোসেন, দেলোয়ার হোসন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. সামসুজ্জামান সোহেল, ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, জেলা পরিষদের সদ্যস্য মাইনুল হোসেন পারভেজ, উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, ইউসুফ আলী খান, মাহাবুবুল আলম মাসুম মৃধাসহ অওয়ামীলীগ, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।