সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হাসিমুখ পরিবারের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী

বরিশালের স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হাসিমুখ পরিবারের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ জানুয়ারি)জেলা শিল্পকলা একাডেমি বরিশাল অডিটোরিয়ামে আয়োজনের ১ম পর্বে বিকাল ৩ টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এরপর ২য় পর্বে সন্ধ্যা ৬ টায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
হাসিমুখ পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি কমল ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সংগঠনকে শুভ কামনা জানায় প্রশাসন মহল সহ বরিশালের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।বরিশালের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সকল অংশগ্রহনকারীকে সনদপত্র প্রদান করা হয়।
সবশেষে সভাপতি আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে হাসিমুখ পরিবারের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপ্তি ঘোষণা করা হয়।