আকরাম উদ্দিন ওরফে কিলার আকরাম গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি আকরাম উদ্দিন ওরফে কিলার আকরামকে গ্রেফতার করেছে র্যাব-২।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু নিশ্চিত করেছেন, ‘মোহাম্মদপুরে চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি এবং রাজ হত্যা মামলার আসামি আকরামকে জেনেভা ক্যাম্প থেকে গ্রেফতার করা হয়। তাকে আইনগত প্রক্রিয়া শেষে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে’।
জানা যায়, আকরাম জেনেভা ক্যাম্পে মাদকের আধিপত্য ধরে রাখতে একাধিক হত্যা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। পাশাপাশি, মাদক কারবার দখল নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বে জড়িয়েছিলেন অপর একটি দলের সঙ্গে। সেই দ্বন্দ্বে থানা থেকে লুট হওয়া অস্ত্র ব্যবহার করে জুলাই থেকে লাগাতার সংঘর্ষে জড়িয়েছিলেন তিনি।