আকাশে মুজিব শতবর্ষের স্মারক

আকাশে মুজিব শতবর্ষের স্মারক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলার নীল আকাশে বিমান দিয়ে ১০০ (ইংরেজিতে) এঁকে উড্ডয়ন শৈলী প্রদর্শন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার আকাশে এ স্মারক লিখে বঙ্গবন্ধুর সমাধিতে সালাম প্রদর্শন করে বিমানগুলো।

এ যেন জাতির জনকের জন্ম শতবার্ষিকী উদ্‌যাপনে উচ্ছ্বসিত ও আনন্দিত বাংলার আকাশ ও বাতাস। সকাল ১০টা ৩৫ মিনিট পর্যন্ত চলে এ উড্ডয়ন শৈলী।

বিমান বাহিনীর ২২টি বিমানের সমন্বয়ে এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে ফরমেশন ফ্লাইংয়ের মাধ্যমে যোগ হয় নতুন মাত্রা।

এই দৃশ্য স্মারক হিসেবে রাখতে কেউ কেউ নিজের মোবাইল ফোনে মুহূর্তটি ধারণ করেন।

বাঙালির ও বাংলাদেশের মানুষের মুক্তিসংগ্রামের অবিস্মরণীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শুভ জন্মশতবর্ষ আজ। এ উপলক্ষে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।

১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালি জাতির হাজার বছরের কাঙ্ক্ষিত সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সাহসী, দৃঢ়চেতা, আপসহীন নেতৃত্ব ও বীরত্বপূর্ণ সংগ্রামে অনুপ্রাণিত হয়েছিল বাঙালি। তিনি এমন এক নেতা যিনি বাঙালিকে দিয়েছেন একটি দেশ, পতাকা ও মানচিত্র।