আগস্ট জুড়ে ভোরের আলোর বিশেষ আয়োজন

আগস্ট জুড়ে ভোরের আলোর বিশেষ আয়োজন

১ আগস্ট দৈনিক ভোরের আলো জাতির এই শ্রেষ্ঠ সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শোকের মাস শুরু করতে চেয়েছিল। কিন্তু গত ১ আগস্ট পবিত্র ঈদ-উল-আযহা থাকায় আজ আমরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। পুরো মাস জুড়ে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর সংগ্রম, রাজনীতি ও জীবনকর্ম প্রকাশের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে চাই। থাকবে বিশেষ প্রতিবেদন। আমরা চাই, লেখা দিয়ে আমাদের পাঠক-সুভানুধ্যায়ীরা আমাদের এই উদ্যোগের সঙ্গে থাকবেন।

শোকের মাস আাগস্ট যেমন আমাদের ব্যথিত করছে। তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ আমাদের উজ্জীবীতও করেছে। শোকের মাস আগস্ট এবং মুজিব বর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের আয়োজন ‘তোমার জন্ম শতবর্ষেও আমরা শোকে মুহ্যমান’।

-সম্পাদক, ভোরের আলো