আগৈলঝাড়ায় অজ্ঞাত নারীর লাশের দাফন সম্পন্ন

আগৈলঝাড়ায় অজ্ঞাত নারীর লাশের দাফন সম্পন্ন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকায় উদ্ধার হওয়া ষাটোর্ধ অজ্ঞাতনামা এক নারীর মরদেহ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান-ই হেমায়েত-ই-ইসলামের  মাধ্যমে দাফন করা হয়েছে। শনিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ মুসলিম গোরস্থানে দাফন করা হয়। 

এর আগে গত শুক্রবার দুপুরে ওই উপজেলার বাকাল ইউনিয়নের পয়সা-কদমবাড়ি সড়কের পয়সারহাট ব্রিজের নীচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন। আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকায় ওই নারীর পরিচয় স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও সন্ধান চালানো হয়। পরিচয় না পেয়ে প্রাথমিকভাকে অপমৃত্যু মামলা দায়ের করে তার মরদেহ অজ্ঞাত হিসেবে দাফন করা হয় বলে জানিয়েছেন ওসি আফজাল হোসেন।  

ওসি আরো জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতেন এবং মানুষের কাছ থেকে চেয়ে খাবার খেতেন। এ কারণে উপজেলাবাস্রী মুখ চেনা হলেও তার পরিচয় কেউ বলতে পারেনি। আর ওই নারী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন ধারণা করে তার নমুনা সংগ্রহ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।