বরিশালে করোনা এড়াতে র্যাবের সচেতনতামূলক প্রচারণা

বরিশালে করোনা সংক্রমণ এড়াতে নদী ও নদী তীরবর্তী মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে র্যাব-৮। একই সঙ্গে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানিয়েছেন তারা। বরিশালের চরকাউয়া খেয়াঘাট, বেলতলা খেয়াঘাট, চাঁদমারী খেয়াঘাট এবং নদীতে থাকা মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারনা চালায় র্যাব।
শনিবার সকাল ৯টায় বরিশালের কীর্তনখোলা নদীর ডিসিঘাট থেকে এই প্রচারণা শুরু করে র্যাব।
সচেতনতা প্রচারণার সময় র্যাবের পক্ষ থেকে করোনা প্রতিরোধে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হয়। সন্ধ্যার পর কোনভাবেই ঘর থেকে বের না হওয়া এবং শারীরক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানানো হয়।
র্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর আলম জানান, সরকারি নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি জনগণকে অবহিত করা হয়। বরিশাল সদর ছাড়াও হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা এবং ভোলা সহ উপকূলীয় এলাকায় র্যাব নদ-নদীতে সচেতনতামূলক প্রচারণা চালায়।