দক্ষিণাঞ্চলে যানবাহন নিয়ন্ত্রণে মহাসড়কে গাছের গুড়ি ফেলে পাহাড়া

করোনা এড়াতে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার বরিশালের গৌরনদী উপজেলার সিমান্তবর্তী ভূরঘাটা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর গাছের গুড়ি ফেলে যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয়দের সহায়তা মহাসড়কের ভূরঘাটায় গাছের গুড়ি ফেলে পভহাড়া শুরু করেছে পুলিশ।
মহাসড়কের ওই স্থান থেকে জরুরী সেবা প্রদানকারী যানবাহন এবং খাদ্যবাহী গাড়ি ব্যতিত অন্য কোন যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে করোনা ভাইরাসের ঝুঁকিতে থাকা মাদারীপুর জেলার কোন জনসাধারণকে গৌরনদীর ওই সীমান্ত দিয়ে বরিশাল জেলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি গৌরনদীসহ বরিশালের জনসাধারণকে মাদারীপুরে ঢুকতেও দেওয়া হচ্ছে না। এ জন্য ২০ মার্চ থেকে গৌরনদীতে প্রবেশের সকল নৌ-রুট ও স্থল পথ বন্ধ করে দেওয়া হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, যানবাহন চলাচল সীমিত রাখার জন্য উপজেলার সীমান্তবর্তী ভূরঘাটা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর গাছের গুড়ি ফেলে থানা পুলিশ পাহাড়া দিচ্ছে। করোনা প্রতিরোধে জরুরী সেবায় নিয়োজিত গাড়ি ও ট্রাক-পিকআপ এবং খাদ্যবাহী যান ছাড়া অন্য কোন বাস, মাইক্রোবাস, মোটর সাইকেল গৌরনদীসহ বরিশালে ঢুকতে দেয়া হচ্ছে না।
মাদারীপুর ও বরিশাল জেলার কোন মানুষ পায়ে হেটে যাতে ভূরঘাটা ব্রিজ পাড় না হতে পারে সেদিকেও খেয়াল রাখতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।