আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে বিপুল পরিমান চায়না ও কারেন্ট জাল জব্দ

আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে বিপুল পরিমান চায়না ও কারেন্ট জাল জব্দ

বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির মাছ ও মাছের বংশ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমান অবৈধ চায়না ও কারেন্ট জাল উদ্ধার জব্দ করে আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।

উপজেলা সিনিয়র সৎস্য অফিসার মোহম্মদ আলম জানান, কম্বিং অপারেশনের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার বাশাইল ও বাটরা খাল থেকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু অভিযান চালিয়ে ২০হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেন। রবিবার সকালে জব্দকৃত অবৈধ জাল উপজেলা পরিষদ চত্তরে আগুনে পুড়িয়ে বিনস্ট করা হেেছ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা বেগমসহ পুলিশ সদস্যরা।