আবারও জাতীয় দলে বেনজেমা

আবারও জাতীয় দলে বেনজেমা

আবারও জাতীয় দলে ফিরলেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা। অতীতের সব তিক্ততা ভুলে রিয়াল তারকাকে রেখে আসন্ন ইউরোর জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ দিদিয়ের দেশম।

মঙ্গলবার বাংলাদেশ সময় মধ্যরাতে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল দল।

সবশেষ ২০১৫ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলেছিলেন বেনজেমা। সে ম্যাচে তিনি জোড়া গোল ও এক এসিস্ট করেছিলেন।
আগামী ১১ জুন থেকে শুরু হবে ইউরোর এবারের আসর, চলবে ১১ জুলাই পর্যন্ত। ‘এফ’ গ্রুপে ফ্রান্সের সঙ্গী বাকি তিন দল হলো-জার্মানি, হাঙ্গেরি ও পর্তুগাল।

ইউরোর জন্য ঘোষিত ফ্রান্স দল

গোলরক্ষক: হুগো লরিস, মাইক মিয়াঁ, স্তিভ মাদাঁদাঁ

ডিফেন্ডার: লুকাস দিনিয়ে, লিও দুবোইস, লুকাস হার্নান্দেস, জুল কুন্দে, প্রেসনেল কিম্পেম্বে, ক্লেমেন্ত লংলে, বেনজামিন পাভার্দ, রাফায়েল ভারানে, কুর্ত জুমা

মিডফিল্ডার: এনগোলো কন্তে, তুমা লুমা, পল পগবা, আদ্রিয়ান র‍্যাবিয়ট, মুসা সিসোকো, কোরোঁতাঁ তোলিসো

ফরোয়ার্ড: উইসাম বেন ইয়েদের, করিম বেনজেমা, কিংসলে কোমান, ওসুমানে দেম্বেলে, অলিভার জিরুড, অ্যান্তনিও গ্রিজম্যান, কাইলিয়ান এমবাপে, মার্কাস থুরাম।