গাজায় নিহত বেড়ে ২১৮

গাজায় নিহত বেড়ে ২১৮

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে গাজার অন্তত ৬৫টি স্থানে বিমান হামলা হয়েছে। ইসরায়েলের এই হামলায় ৬০টি জঙ্গিবিমান অংশ নেয়। তাদের হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতদের সংখ্যা বেড়ে ২১৮ জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরার।

জানা গেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ২১৮ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৩টি শিশুও রয়েছে। আর দুই শিশুসহ ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। সেখানে এখন পর্যন্ত আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

উল্লেখ্য, ইসরায়েলি বর্বরতায় প্রতিদিনই ফিলিস্তিন পাড়ায় ভারি হচ্ছে লাশের মিছিল। বাড়ছে নিষ্পাপ শিশুদের প্রাণহানি।  প্রতিদিনই আহত হচ্ছে শত শত নিরীহ ফিলিস্তিনি। এই অবস্থায় জীবন বাঁচাতে জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছেন খাবারবিহীন ৪০ হাজারের বেশি মানুষ। সামনে আরও কঠিন পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।