আবুল হাসানাত আবদুল্লাহ হাসপাতালে ভর্তি

আবুল হাসানাত আবদুল্লাহ হাসপাতালে ভর্তি

বরিশাল-১ (গৌরনদ-আগৈলঝারা) আসনের সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে রুটিন চেক আপের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার তিনি বাসায় ফিরবেন।

গত বৃহষ্পতিবার রাতে নিয়মিত শারীরিক পর্যবেক্ষণের (চেকআপ) অংশ হিসেবে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

আবুল হাসনাত আবদুল্লাহর একান্ত সচিব (পিএস) মো. খায়রুল বাশার এই তথ্য নিশ্চিত করেছেন।

আবুল হাসানাত আবদুল্লাহর বড় ছেলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়বাত সাদিক আবদুল্লাহ বলেন, নিয়মিত চেকআপের অংশ হিসেবে বৃহষ্পতিবার রাতে তিনি হাসপাতালে যান। তাঁর কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে। পরীক্ষা নীরিক্ষ শেষে হাসপাতালের কতব্যরত চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হতে পরামর্শ দেন। বর্তমানে তিনি ভালো আছেন। আজ শনিবার তিনি বাসায় ফেরার কথা আছে। বরিশালবাসীকে তাঁর জন্য দোয়া করতে অনুরোধ জানিয়েছেন মেয়র সাদিক আবদুল্লাহ।