আমতলীতে বোরো ধান ও চাল ক্রয়ের উদ্বোধন

আমতলীতে বোরো ধান ও চাল ক্রয়ের উদ্বোধন

বরগুনার আমতলীতে উপজেলা খাদ্য অফিস কর্তৃক বোরো ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার সকাল ১১ টায় খাদ্য গুদাম কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে ধান চাল ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান।

এসময় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য কর্মকর্তা সমীর কুমার রায়, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মো. হুমায়ূন কবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা প্রমুখ। 

এবছর আমতলী উপজেলা ২৭ টাকা কেজি দরে কৃষকের নিকট থেকে ২৬৪ মেট্টিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ৯ জন মিল মালিকদের নিকট থেকে ৭১০ মেট্টিক টন চাল ক্রয়ের লক্ষ্য মাত্রা ধার্য করা হয়।