বরিশালে বার কাউন্সিলর নির্বাচনে সাদা প্যানেলের পরিচিতি সভা

বরিশালে বার কাউন্সিলর নির্বাচনে সাদা প্যানেলের পরিচিতি সভা

বাংলাদেশ বার কাউন্সিলর নির্বাচন-২০২২ উপলক্ষ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিভদ মনোনীত সাদা প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে আদালত চত্ত্বরের এনেক্স ভবন আইনজীবী সমিতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। 

সাদা প্যানেলের বার কাউন্সিলর নির্বাচন পরিচালনা কমিটির জেলা সভাপতি তালুকদার মো. ইউনুসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু। 

বক্তাব্য রাখেন জেলা আইনজীবী সমিতির তিন সাবেক সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, একেএম জাহাঙ্গীর ও আফজালুল করিম, বর্তমান সভাপতি লস্কর নুরুল হক ও সম্পাদক রফিকুল ইসলাম খোকন সহ অন্যান্যরা। 

সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার আউন্সিলর নির্বাচনে সাদা প্যানেলের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান। বার কাউন্সিল নির্বাচনে বরিশালে মোট ভোটার ৮শ’ ৩৬ জন।