আমতলীতে ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আমতলীতে ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

র‌্যাব-৮ সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালী এর যৌথ উদ্যোগে বরগুনার আমতলী পৌর শহরের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুর ১টার দিকে র‌্যাব-৮ সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালী এর যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আমতলী পৌরশহরের একে স্কুল এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরগুনা মোহাম্মদ সেলিম। ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, মুদি মনোহরদী দোকোনের পন্যতে মোড়ক ব্যবহার না করা এবং বেকারীর ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার অপরাধে মোঃ মাসুদ রানার ঔষধের দোকানে ১৫ হাজার টাকা, মুদি দোকান মনোহরদি দোকান রাসেল স্টোরের মালিক মোঃ ইউনুস শিকদারকে ২ হাজার টাকা ও মেসার্স ভাই ভাই বেকারীর মালিক মোঃ হিরন হাওলাদারকে ১৫ হাজার টাকাসহ সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ বিষয়ে সহকারী পরিচালক ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরগুনা মোহাম্মদ সেলিম মুঠোফোনে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর /৩৭/৩৪ ধারা মোতাবেক তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে অর্থদন্ড জরিমানা করা হয়েছে।