আমি করোনায় আক্রান্ত নই: জ্যাকি চ্যান

আমি করোনায় আক্রান্ত নই: জ্যাকি চ্যান

গেল বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ৭০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

করোনাভাইরাসে মঙ্গলবার পর্যন্ত ৩,১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৯০ হাজার মানুষ। 

এদিকে, সোশ্যাল মিডিয়াজুড়ে ভুয়া পোস্ট আর গুজবের চক্করের সঙ্গে তৈরি হচ্ছে আতঙ্ক। সম্প্রতি গুজব রটে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জ্যাকি চ্যান। আরোগ্য কামনা করতে থাকেন ভক্তরা। কেউ কেউ আবার ভালোবেসে ফেস মাস্কও পাঠিয়ে দেন তার কাছে।

এ বিষয়ে সেই সমস্ত গুজবের নিষ্পত্তি তিনি নিজেই করেছেন। তিনি জানান, 'আমার এক স্টাফ জানিয়েছে একটা ভুয়া খবর ঘুরে বেড়াচ্ছে। তা হলো করোনায় আক্রান্ত হয়ে আমি নাকি কোয়ারেন্টাইনে আছি'। 

তিনি আরও জানান, 'আমাকে নিয়ে ভাবার জন্য সবাইকে ধন্যবাদ। আমি নিরাপদে আছি এবং পুরোপুরি সুস্থ। তাই আর দুশ্চিন্তা করবেন না। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদ থাকবেন'।

জানা যায়, জ্যাকি চ্যান বর্তমানে হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগারের সঙ্গে ‘দ্য আয়রন মাস্ক’ ছবির শুটিং করছেন।