চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি বরিশালে

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের ব্যানারে বৃহষ্পতিবার সকাল ১১টায় সরকারি ব্রজমোহন কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সংগঠনের বরিশাল জেলা সভাপতি ইউসুফ মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্য কর্মচারীরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সামান্য বেতনে কাজ করছেন তারা। এতে পরিবার পরিজন নিয়ে তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। চাকরির নিশ্চয়তা প্রদানের জন্য সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ করে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানান তারা। একই সাথে চাকরি নিয়মিতকরণের আগ পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবি জানান তারা।