ইমরান খান ‘শঙ্কামুক্ত’

পাকিস্তান তেহরিক-ই ইনসাফের জ্যেষ্ঠ নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি জানিয়েছেন, ইমরান খান এখন আশঙ্কামুক্ত ।
এক টুইট বার্তায় তিনি আরও বলেন, এটা শুধু ইমরান খানের ওপর আক্রমণ না। এটা সমগ্র পাকিস্তানির ওপর আক্রমণ।
বৃহস্পতিবার ইমরান খানের লং মার্চে ঢুকে গুলিবর্ষণ করা হলে ইমরান খানসহ অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন। পিটিআই নেতা ও সাবেক মন্ত্রী ফাওয়াদ চৌধূরী বলেছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পায়ে গুলি লেগেছে। বর্তমান ইমরান খান শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ইমরান খানের ওপর হামলায় ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। এক টুইট বার্তায় তিনি বলেছেন, আজকের দুর্ভাগ্যজনক ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত হওয়া প্রয়োজন। এটা গভীর উদ্বেগের বিষয়। পাঞ্জাব সরকারকে ঘটনা পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত করতে যৌথ তদন্ত কমিটি গঠন করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।